অনলাইন ডেস্ক
ম্যাচের চতূর্থ ওভারেই ৩ উইকেট হারায় পাকিস্তান। তখন বাবরবাহিনীর সংগ্রহ মাত্র ২ রান। সাজঘরে ফিরে যান আবিদ আলী (১), আজহার আলী (০) ও ইমরান বাট (১)। এই তিন উইকেটের দুটিই নেন কেমার রোচ। অপর উইকেটটি নেন জায়ডেন সিলস।
এই বিপর্যয়ে দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম। চতূর্থ উইকেটে ১৫৮ রানের জুটি গড়ার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ফাওয়াদ। তখন তিনি অপরাজিত ৭৬ রানে। ফাওয়াদের জায়গায় ব্যাট করতে আসেন মোহাম্মদ রিজওয়ান।
দলীয় ১৬৮ রানের মাথায় আউট হন বাবর। ৭৫ রান করে রোচের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। আলোকস্বল্পতার কারণে ৭৪ ওভার শেষেই দিনের খেলা শেষ হয়। বাবর বিদায়ের পর দিনের বাকি সময় রিজওয়ান ও ফাহিম মিলে শেষ করে আসেন। মোহাম্মদ রিজওয়ান ২২ ও ফাহিম আশরাফ ২৩ রানে অপরাজিত আছেন। উল্লেখ্য যে, প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে উইন্ডিজ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা