অনলাইন ডেস্ক
জেদ্দাস্থ সংশ্লিষ্ট দূতাবাসের প্রতিনিধিরা নাইজেরিয়ান ওমরাহযাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় সৌদির জাতীয় হজ ও ওমরাহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ওমরাহ যাত্রীদের চলাচল ও আবাসনের ব্যবস্থা করা হয়।
সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য ড. হানি আল উমাইরি জানান, নাইজেরিয়া থেকে আগত ওমরাযাত্রীরা প্রথমে মদিনায় কিছুদিন অবস্থান করবেন। এরপর তাঁরা মক্কায় ওমরাহ পালন করতে যাবেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদের হোটেল, বাস ও প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ১০ আগস্ট থেকে বিদেশি ওমরাযাত্রীদের আবেদন শুরু হয়। পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন ৬০ হাজারের বেশি মুসল্লির ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। প্রতিমাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালন করবেন। এ সংখ্যা ধীরে ধীরে আরো বাড়ানো হবে বলে জানা যায়।
করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের মার্চ থেকে সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরাহ পালন করতে পারেননি। এরপর অক্টোবর মাস থেকে কেবল সৌদিতে অবস্থানরত সীমিত সংখ্যক মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করেন এবং মক্কা মদিনার পবিত্র দুই মসজিদে নামাজ আদায় করেন। এছাড়াও করোনাকালে দুটি হজ অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালে সৌদিতে অবস্থানরত মাত্র ১০ হাজার মুসল্লি হজ পালন করেন। এ বছর প্রায় ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা