ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছে ডেইলি স্টার ।
শুক্রবার (২২ নভেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ডেইলি স্টার ৭ রানে আরটিভিকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাট করে ডেইলি স্টার নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান করে।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন ফজলুর রহমান। ১০৫ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৭ রান করতে সমর্থ হয় আরটিভি।
শরিয়ত খান সর্বোচ্চ ৬৩ রান করেন। ম্যান অব দ্য ফাইনাল হন ডেইলি স্টারের ফজলুর রহমান। আরটিভির শরিয়ত খান হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা।
ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, মোহাম্মদ মাকসুদুল হাসান, রাশেদুল হক।
আরও উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়া সম্পাদক ও ক্রিকেট কমিটির আহবায়ক বদরুল আলম চৌধুরী ও সদস্য সচিব মাইনুল হাসান সোহেল।
প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতা ও রূপালী ব্যাংক লিমিটেড এর সহযোগী পৃষ্ঠপোষকতায় এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।