এই মানববন্ধনটির মতোই মানববন্ধন করার কথা ছিল সূত্রাপূর শাখার।
পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সূত্রাপুরে বাসদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ।
শুক্রবার (২২ নভেম্বর) সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান।
বিবৃতিতেত স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন ও পরিচালনা পরিষদের সদস্য কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।
বিবৃতিতে স্বাক্ষর করেন কমরেড খালেকুজ্জামান, কমরেড শাহ আলম, কমরেড সাইফুল হক, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী।
আরও স্বাক্ষর করেন জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, হামিদুল হক, বজলুর রশীদ ফিরোজ, শুভ্রাংশু চক্রবর্ত্তী, অধ্যাপক আব্দুস সাত্তার, আকবর খান, ফিরোজ আহমেদ।
আরও পড়ুন : নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি বুবলী বহিষ্কার
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পিঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কারসাজির সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ২২ নভেম্বর বিকেল সাড়ে চারটায় বাসদ ঢাকা মহানগর শাখা মানববন্ধন করেছে। তাদের উদ্যোগে সূত্রাপুরের বাহাদুর শাহ পার্কের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশ বিনা উস্কানীতে হামলা করে মাইক, ব্যানার ও মোবাইল সেট ছিনিয়ে নেয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ গণতান্ত্রিক আন্দোলনে পুলিশী হামলা আইন করে নিষিদ্ধ করার দাবি জানান। একই সাথে সরকারের দুর্নীতি, দুঃশাসন, লুণ্ঠন, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা