অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে দল ঘোষণার পর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে তিন তারকার অনুপস্থিতির কারণও জানানো হয়েছে। ডি কককে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। ব্যক্তিগত কারণে ওয়ান ডে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন লুঙ্গি এনগিদি। চোটের জন্য ওয়ান ডে সিরিজের দলে নেই ডেভিড মিলার।
২, ৪ ও ৭ সেপ্টেম্বর খেলা হবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচ। ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি টি-২০ ম্যাচ। সব ম্যাচ খেলা হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে।
দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে স্কোয়াড
তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), জুনিয়র দালা, বিউরান হেনড্রিক্স, রীজা হেনড্রিক্স, হেনরিচ ক্লাসেন, জর্জ লিন্ডে, জানেমন মালান, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, এনরিখ নরকিয়া, আন্ডিল ফেলুকাওয়ো, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার দাসেন, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকার টি-২০ স্কোয়াড
তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক, বর্ন ফর্চুইন, বিউরান হেনড্রিক্স, রীজা হেনড্রিক্স, হেনরিচ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, সিসান্দা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার দাসেন, লিজাড উইলিয়ামস।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা