অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য এ ত্রয়ী ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। একই সঙ্গে তাদের এক কোটি রুপি করে জরিমানাও করেছে লঙ্কান বোর্ড।
এই শুনানির বিচারক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন বিচারপতি নিমাল ডিসানায়াকা (শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক), পান্ডুকা কেরথিনান্দ, (অ্যাটর্নি-অ্যাট-ল), এসেলা রেকাওয়া (অ্যাটর্নি-এ-ল), উচিথা বিক্রমাসিংহে (অ্যাটর্নি-আইন-আইন) এবং মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এমআরডাব্লু ডি জোয়েসা।
গত জুনে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে কুশল পেরেরার নেতৃত্বে ইংল্যান্ড সফরে যায় শ্রীলঙ্কা। সিরিজের মাঝ পথেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যাতে দেখা যায় মেন্ডিস ও ডিকওয়েলা ডারহামের বাজারে ঘুরাঘুরি করছেন এবং ধুমপান করছেন। এর ফলে তাদের বিরুদ্ধে কোয়ারেন্টাইন বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়। ভিডিওতে গুনাথিলাকাকে না দেখা গেলেও তিনিও তাদের সঙ্গে ছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা