অনলাইন ডেস্ক
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮১ রানের বেশি তুলতে পারেনি ভারত।
ব্যক্তিগত সর্বোচ্চ ২৩* রান করে অপরাজিত থেকে যান কুলদ্বীপ যাদব। আর ভুবনেশ্বর কুমার ১৬ ও ওপেনার রুতুরাজ গাইকাড ১৪ রান যোগ করেন দলীয় স্কোরে। বাকিরা দুই অঙ্কও ছুঁতে পারেননি।
ছোট লক্ষ্য তাঁড়া করতে নেমে শ্রীলঙ্কাও খুব একটা ভালো শুরু করতে পারেনি। ৫ ওভার ৫ বলে ২৩ রান তুলে তারা হারায় প্রথম উইকেট। ১৮ বলে ১২ রান করা আভিস্কা ফার্নান্দোর উইকেট নিয়ে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন চাহার। ২৭ বলে ১৮ রান করা মিনোদ ভানুকার উইকেটিও তার। এরপর এই চাহার নেন আরো একটি উইকেট, ম্যাচে তার তৃতীয়। ১৩ বলে ৬ রান করে ফেরেন সাদেরা সামারাবিক্রমা। এরপর আর দলকে কোন উইকেট হারাতে দেননি ধনাঞ্জয়া ডি সিলভা এবং হাসারাঙ্গা। সিলভা ২০ বলে ২৩ রান করে আর হাসারাঙ্গা ৯ বলে ১৪ রান করে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।
লঙ্কানদের হয়ে ৪ ওভারে ৯ রান দিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার চার উইকেট তুলে নেন। দাসুন শানাকা দুটি উইকেট শিকার করেন করেন। দুসমান্থা চামিরা ও রমেশ মেন্ডিস একটি করে উইকেট আদায় করেছেন।
নিজের ২৪তম জন্মদিনে ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন হাসারাঙ্গা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা