অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টিতেও ভারতের কাছে পাত্তা পেলো না শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে সফরকারীরা লঙ্কানদের হারিয়েছে ৩৮ রানের ব্যবধানে। তাতে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ভারত।
এক পর্যায়ে ভারতের ৫ উইকেটে করা ১৬৪ রানের স্কোরকেও মামুলি মনে হচ্ছিল। ১৪ ওভারে ৪ উইকেটে লঙ্কানরা তুলে ফেলে ১০৪ রান। তখনও তারা ম্যাচেই ছিল। কিন্তু ১৫তম ওভারে চাহাল মাত্র ৩ রান দিলে ও পরের ওভারে চাহার অভিষিক্ত চারিথ আসালাঙ্কা (৪৪) ও হাসারাঙ্গাকে ফেরালে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা। পরের ব্যাটসম্যানরা কাঙ্ক্ষিত বিগ হিট করতে পারেননি। এতে করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৩ ওভারেই লঙ্কানদের ইনিংস শেষ হয় ১২৬ রানে! অভিষিক্ত আসালাঙ্কা ২৬ বলে খেলেছেন ৪৪ রানের ঝড়ো ইনিংস। এটাই লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ!
কলম্বোতে শুরুতেই প্রথম বলে পৃথ্বী শরকে হারায় ভারত। এরপর অধিনায়ক ধাওয়ান ৩৬ বলে ১ ছক্কা ও ৪ চারে ৪৬ রান করে লড়াইয়ের মতো স্কোর এনে দেন। সুর্যকুমারের ব্যাট থেকে ৩৪ বলে ২ ছক্কা ও ৫ চারে আসে ৫০ রান।
তৃতীয় উইকেটে ধাওয়ান ও সুর্যকুমার মিলে গড়েন ৪৯ বলে ৬২ রানের জুটি। শেষ দিকে নেমে ইশান কিষান ১৪ বলে করেন অপরাজিত ২০ রান। ২০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৫ উইকেটে ১৬৪।
৩.৩ ওভার বল করে মাত্র ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ভুবনেশর কুমার।