অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে বগুড়ায় ১২ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ২১২ জন।
রোববার (২৫ জুলাই) বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৮৪০ জনের নমুনা পরীক্ষায় ২৪২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৯৫ জন, জিন এক্সপার্ট মেশিনে নয় জনের নমুনায় চারজন, এন্টিজেন পরীক্ষায় ১৮৮ জনের নমুনায় ৪২ জন, ঢাকায় পাঠানো ৩৩৭ জনের নমুনায় ৯২ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ২৪ জনের নমুনায় নয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৮ দশমিক ৮০ শতাংশ।