অনলাইন ডেস্ক
ঢাকার ছাত্রদলের চার সাংগঠনিক নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে শনিবার দুপুরে শোডাউন হয়।
দুপুর থেকেই আলাদা আলাদা মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হন মহানগরের চার কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা।
এসময় পার্টি অফিসের সামনে উপস্থিত হওয়া নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন।
নেতাকর্মীরা পার্টি অফিস থেকে নাইটেঙ্গেল মোড় আবার নাইটেঙ্গেল মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত মিছিল করেন।
মহানগরের নব নির্বাচিত নেতারা ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করে বিএনপি চেয়ারপারসনের মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জসীম সিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল, ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক মহাসীন সিদ্দিক রনি ও সদস্য সচিব আশরাফুল ইসলাম মামুন উপস্থিত ছিলেন।
গত বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর ছাত্রদলের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক করা হয়েছে জসিম সিকদার রানাকে এবং সদস্যসচিব রুহুল আমিন সোহেল।
ঢাকা মহানগর দক্ষিণে আহ্বায়ক করা হয়েছে শাহ আলমকে এবং সদস্যসচিব মো. নিয়াজ মাহমুদ।
ঢাকা মহানগর পূর্বে আহ্বায়ক করা হয়েছে শেখ খালিদ হোসেন জ্যাকিকে, সদস্যসচিব মোহাম্মদ আল আমিন।
ঢাকা মহানগর পশ্চিমে আহ্বায়ক করা হয়েছে মহসিন সিদ্দিকী রনিকে এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন আশরাফুল হোসেন মামুন।
আগামী ১৫ দিনের মধ্যে আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ প্রস্তাব ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তরে জমা দেয়ার জন্য নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিবদের নির্দেশ দেয়া হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা