অনলাইন ডেস্ক
আরেকটা তৃপ্তির জায়গা আছে। ফুটবলে প্রতিবেশি দেশ ব্রাজিলের সঙ্গে বরাবরই যুদ্ধের একটা সম্পর্ক আর্জেন্টিনার। সেই ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়ে শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা। খুশিটা তাতে নিশ্চয় বেড়েছে। উদযাপনের এমন মুহূর্তে দিয়েগো ম্যারাডোনাকে খুব করেই মনে করছে মেসির।
বছর না পার হতেই বহুদিনের আক্ষেপ দূর করে শিরোপা পেল তার দেশ। ট্রফি জেতার পর কিংবদন্তি ম্যারাডোনাকেই উৎসর্গ করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি ম্যারাডোনাকে উৎসর্গ করার কথা জানান।
ইন্সট্রাগ্রামের এক পোস্টে মেসি লিখেছেন, ‘সত্যিই আমরা এক রোমাঞ্চকর অনুভুতির মধ্য দিয়ে সময় কাটাচ্ছি। আমি বিশ্বাস করি, আমাদের আরও বহু জায়গায় নিজেদের উন্নতি করার আছে, তবে দলের সদস্যরা জয়ের জন্য জানপ্রাণ দিয়ে খেলেছে এবং আমি তাদের দলনেতা হিসেবে নিজেকে খুব ভাগ্যবান ও গর্বিত মনে করছি।’
তিনি আরও লিখেছেন, আমি এই সাফল্য উৎসর্গ করছি আমার পরিবারের সদস্যদের প্রতি যারা প্রতিনিয়ত আমাকে শক্তি যুগিয়েছে। আমি উৎসর্গ করছি সকল আর্জেন্টাইন নাগরিকদের উদ্দেশ্যে যারা এই করোনাকালীন মহামারিতে খুবই খারাপ সময় পার করছেন এবং আমি এই ট্রফি উৎসর্গ করছি দিয়োগো ম্যারাডোনাকে। আমি মনে করি তিনি যেখানেই আছেন, নিশ্চয়ই আমাদের জয়ী হতে সমর্থন করে গেছেন।
৩৪ বছর বয়সি মেসি ম্যারাডোনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘যেখানেই তিনি থাকুন না কেন, দিয়েগো নিশ্চয় আমাদের তাড়া দিয়েছেন ট্রফি জেতার জন্য।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা