ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে জয় পেয়েছে বিডি নিউজ ২৪, আরটিভি, ইনকিলাব, জাগোনিউজ ২৪, এনটিভি, এশিয়ান মেইল ২৪, চ্যানেল ২৪ ও চ্যানেল আই।
সোমবার (১৮ নভেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে বিডি নিউজ ২৪ ডটকম ৪ উইকেটে বাংলাদেশের খবরকে পরাজিত করে। বিজীয় দলের আরিফুল ইসলাম রনি ম্যান অব দ্য ম্যাচ হন।
একই সময়ে আরটিভির কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ঢাকা টাইমস। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আরটিভির শরিয়ত খান।
উত্তেজনাপূর্ণ তৃতীয় ম্যাচে ইনকিলাব ৯ রানে বাসসকে পরাজিত করে। ম্যাচ সেরা হন ইনকিলাবের ফারুক হোসাইন।
চতুর্থ ম্যাচে জাগোনিউজ ৪ উইকেটে দিনকালকে হারিয়েছে। সাঈদ শিপন ম্যাচ সেরা হন।
অন্য ম্যাচে এনটিভি ৩০ রানে রাইজিং বিডির বিপক্ষে জয় তুলে নেয়। রোকন উদ্দিন ম্যান অব দ্য ম্যাচ হন।
ষষ্ঠ ম্যাচে রফিক রাফির অলরাউন্ড নৈপুন্যে আলোকিত বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে এশিয়ান মেইল ২৪।
আরও পড়ুন : বাংলাদেশে আরব আমিরাতের আরও বড় আকারের বিনিয়োগের প্রত্যাশা
সপ্তম ম্যাচে ৭৬ রানের বিশাল ব্যাবধানে চ্যানেল ২৪ এর কাছে হেরেছে সংবাদ প্রতিদিন। ম্যাচ সেরা হয়েছেন চ্যানেল ২৪ এর সাদমান সাকিব।
দিনের শেষ ম্যাচে দৈনিক সংগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে চ্যানেল আই। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চ্যানেল আই’র আব্দুল্লাহ শাফী।
প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট ১৯ নভেম্বর (মঙ্গলবার) এর খেলা
সময় দল ও প্রতিপক্ষ গ্রুপ
সকাল ৮:৩০টা জিটিভি বনাম কালের কন্ঠ ই
সকাল ৮:৩০টা ৭১ টিভি বনাম যুগান্তর ডি
সকাল ৯:৩০টা বার্তা ২৪ বনাম এটিএন বাংলা সি
সকাল ৯:৩০টা আমাদের সময় বনাম এশিয়ান টিভি এইচ
সকাল ১০:৩০টা এনটিভি বনাম একুশে টিভি জি
সকাল ১০:৩০টা ইত্তেফাক বনাম বাংলাদেশ প্রতিদিন এফ
সকাল ১১:৩০টা ডেইলি স্টার বনাম বাংলাভিশন এ
সকাল ১১:৩০টা আজকালের খবর বনাম সময় টিভি বি
ফেসবুক :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা