অনলাইন ডেস্ক
মর্যাদার লড়াইয়ের শিরোপা নির্ধারণী মঞ্চ তাকে হাতছানি দিয়ে ডাকছে নতুন রেকর্ডের। অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা উঁচিয়ে ধরতে পারলেই জোকোভিচ ছুঁয়ে ফেলবেন রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে।
টেনিস ইতিহাসের ‘ত্রিমূর্তি’ তারা। গ্র্যান্ড স্লাম শিরোপা সংখ্যায় ফেদেরার অনেক এগিয়ে ছিলেন, তবে সাফল্যের বৃষ্টিতে ভিজে তাকে ধরে ফেলেন নাদাল। এবার জোকোভিচও আছেন তাদের রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষায়। সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম ট্রফি নিয়ে চূড়ায় থাকা ফেদেরার-নাদাল থেকে মাত্র একটি শিরোপা কম সার্বিয়ান তারকার। উইম্বলডল ফাইনালে ওঠায় এখন ২০তম মেজর শিরোপা হাতছানি দিচ্ছে এক নম্বর তারকাকে।
ম্যাচের শুরু থেকেই ফাইট দেয় প্রথম কোন গ্র্যান্ড স্লামের সেমিতে খেলা ২২ বছরের শাপোভালোভ। তবে প্রথম রাউন্ডের প্রথম সেটে জয়ের পর আর কোনো সেটে হারাতে পারেননি বিশ্ব রেনকিংয়ের সেরা তারকাকে। প্রায় তিন ঘণ্টার ম্যাচটি ৭-৬,(৭-৩), ৭-৫, ৭-৫ গেমে জিতে নেন গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ।
করোনাভাইরাসের কারণে গত বছর উইম্বলডন অনুষ্ঠিত হয়নি। এর আগের দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। সবমিলিয়ে গত ছয় আসরের চারটিতেই শিরোপার উৎসব করেছেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়।
পাঁচবারের উইম্বলডন জয়ী জোকোভিচ ফাইনালে লড়বেন সপ্তম বাছাই ইতালির মাত্তেও বেরেত্তিনির বিপক্ষে। তিনি প্রথম সেমিফাইনালে পোল্যান্ডের হুবের্ত হুরকাৎজকে হারান ৩-১ সেটে। ২৫ বছর বয়সী এই খেলোয়াড় ৬-৩, ৬-০, ৬-৭ (৩-৭) ও ৬-৪ গেমে জিতে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন।
রোমাঞ্চিত বেরেত্তিনি ম্যাচের পর জানান, ‘সত্যিই আমি ভাষা খুঁজে পাচ্ছি না। কী ঘটেছে তা বুঝতে আমার অন্তত কয়েক ঘণ্টা সময় লাগবে। আমার মনে হয়, আমি কখনও এমন কিছুর স্বপ্ন দেখিনি। কারণ, স্বপ্ন দেখার জন্য এটা অনেক বেশি কিছু।’
আগামী রবিবার অনুষ্ঠিত হবে উইম্বলডনের ফাইনাল। বেরেত্তিনিকে হারাতে পারলে জোকোভিচ ছুঁয়ে ফেলবেন রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা