অনলাইন ডেস্ক
অ্যাটলেটিকো মাদ্রিদেই থেকে গেলেন কোচ ডিয়েগো সিমিওনে। তাই তো স্প্যানিশ ক্লাবটির সঙ্গে করলেন নতুন চুক্তি। সুবাদে আরও তিন বছর অ্যাটলেটিকোতেই থেকে যাচ্ছেন এ আর্জেন্টাইন কোচ।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সিমিওনের চুক্তির মেয়াদ বাড়ানোর খবর নিশ্চিত করেছে অ্যাটলেটিকো কর্তৃপক্ষ।
২০১১ সালে অ্যাটলেটিকোর কোচ হন সিমিওনে। গত ১০ বছরে দলকে আটটি শিরোপা উপহার দিয়েছেন তিনি। যা ক্লাবটির ইতিহাসে রেকর্ড। গত মৌসুমে ক্লাবকে এনে দেন লা লিগার শিরোপাও।
আরোও পড়তে পারেন : কম্বিনেশনের জন্যই নিশানকে খেলানো হয়নি