অনলাইন ডেস্ক
২০২১-২২ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এমফিল ও পিএইচডি. কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের ০৮ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদনপত্র পূরণ কার্যক্রম শুরু হবে। আগামী ১৭ অগাস্ট অনলাইন আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। বিস্তারিত জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট nu.ac.bd/admissions ভিজিট করতে বলা হয়েছে।
আরোও পড়তে পারেন : রিয়াল ছেড়ে নতুন গন্তব্যে যেতে পারেন রদ্রিগো!