অনলাইন ডেস্ক
করোনায় সর্বোচ্চ মৃত্যুর পরদিন শনাক্তের রেকর্ড গড়লো বাংলাদেশ। টানা দ্বিতীয় দিনের মতো মৃত্যুও শতক ছাড়িয়েছে। নমুনা পরীক্ষা অনুপাতে করোনা সংক্রমণের হারও ২৪ শতাংশের কাছাকাছি পৌঁছেছে।
২৮ জুন সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে রেকর্ড আট হাজার ৩৬৪ জনের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে গত ৭ এপ্রিল একদিনে রেকর্ড সাত হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।একদিনে শুধুমাত্র ঢাকা বিভাগেই চার হাজার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরসহ ঢাকা জেলায় তিন হাজার ১৬৫ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। ঢাকা এখন সংক্রমণের ‘হটস্পটে’ পরিণত হচ্ছে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা।
রাজধানী ‘ঢাকা’ রক্ষায় এর চারপাশের সাত জেলায় গত ২২ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ‘লকডাউন’ বাস্তবায়ন করছে সরকার। কিন্তু ‘লকডাউনেও’ পরিস্থিতির খুব একটা উন্নতি দেখতে পাচ্ছেন না জনস্বাস্থ্যবিদরা।‘লকডাউন’র মধ্যেও ঢাকা ও সাত জেলায় সংক্রমণ বেড়েই চলেছে। জেলাগুলো হলো, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এই সাত জেলাসহ পুরো ঢাকা বিভাগে লকডাউন শুরুর দিন এক হাজার তিনশ’ মানুষের করোনা শনাক্ত হয়েছিল। অথচ একদিনে এই সংখ্যা চার হাজার দাঁড়িয়েছে।
যেখানে সংক্রমণ বেশি সেখানে মৃত্যুও বেশি
দেশে করোনা সংক্রমণে গত এপ্রিলের পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, যেখানে সংক্রমণের হার বেশি, সেখানে মৃত্যু বেশি হচ্ছে।
সীমান্তবর্তী প্রায় সব জেলায় যেখানে সংক্রমণ বেশি সেখানে মৃত্যুও বেশি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. রোবেদ আমিন।