অনলাইন ডেস্ক
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় শনিবার শেষ ষোলোর ম্যাচে ৪-০ গোলে জিতেছে ১৯৯২ আসরের চ্যাম্পিয়নরা। ডলবার্গের জোড়া গোলের পর শেষ দিকে ব্যবধান বাড়ান ইওয়াখিম মেইল ও মার্টিন ব্র্যাথওয়েট।
২০০৪ সালের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতাটির শেষ আটে পা রাখল ডেনিশরা। ম্যাচটিতে বল দখল থেকে শুরু করে সবদিকে এগিয়ে ছিল ড্যানিশরা। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ২৭তম মিনিটে দলকে এগিয়ে নেন ডলবার্গ। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে একজনকে কাটিয়ে মিকেল পাস দেন ডলবার্গকে। পাস পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন তিনি।
৪৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলে দলকে দ্বিতীয়বার এগিয়ে নেন ডলবার্গ। পরের দুটি গোল আসে শেষ দিকে। একটি ৮৮ মিনিটে করেন মেইল। যোগ করা সময়ে আরেকটি করেন ব্র্যাথওয়েট। অবশ্য গোলটি প্রথমে অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান। পরে ভিএআরে সিদ্ধান্ত পাল্টালে বড় জয় নিশ্চিত হয় ডেনমার্কের।
ডেনমার্কের সামনে এবার আরও এগিয়ে যাওয়ার পালা। শেষ আটে আগামী শনিবার নেদারল্যান্ডস অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হবে তারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা