ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পর্যায়ে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিদেন জমা দিয়েছে। শুক্রবার দুপুরে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।
পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তদন্তে কী তথ্য পাওয়া গেছে তা জানাননি তিনি।
তবে নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন, দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার লোকোমাস্টার (ট্রেন চালক) তাছের উদ্দিন ও সহকারী লোকোমাস্টার অপু দে’কে দায়ী করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে ট্রেনটির গার্ড আবদুর রহমানের বিরুদ্ধেও।
প্রসঙ্গত, গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তুর্ণা নিশীথার সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১৬ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আহত হন শতাধিক। যাদের মধ্যে এখনো অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা