অনলাইন ডেস্ক
হঠাৎ ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণার কারণে ওই জেলাগুলোতে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে রাজধানীর সদরঘাটের লঞ্চঘাটে গিয়ে দেখা গেল, সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সোমবার (২১ জুন) রাতে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পণ্য পরিবহন এবং জরুরি সেবা প্রদানকারী নৌযানের ক্ষেত্রে এ আদেশ কার্যকর হবে না।
অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভার, স্টাফ, যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সকলকে উক্ত নির্দেশনা মেনে চলতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার সকাল ৬টা থেকে দেশের সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২ পর্যন্ত এই লকডাউন চলবে।
সরেজমিনে দেখা যায়, সদরঘাটের প্রতিটি লঞ্চঘাট বন্ধ থাকলেও বরিশাল ও লালকুঠি ঘাটে অনেক যাত্রী এসে ভিড় করছেন। যাত্রীদের অভিযোগ, লঞ্চ বন্ধের ঘোষণা তারা জানেন না।
আরোও পড়তে পারেন : সুরা সাফফাতে হুরদের যে ৩ সৌন্দর্যের কথা বলা হয়েছে