সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী রংপুর এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেন ইঞ্জিনসহ ৭ টি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
ভুল সিগন্যালের কারণে লাহিড়ী মোহনপুর স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন জানান, ট্রেনের এসি বগিগুলোতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুততম সময়ের মধ্যে আগুন নেভানোর চেষ্টা করছে। বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপে ট্রেনের ছবি পোস্ট করে স্থানীয়রা লিখেছে ট্রেন লাইনচ্যুত হওয়ার পরপরই যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে আসেন। এ কারণে যাত্রীরা নিরাপদে আছে।
ট্রেনের ইঞ্জিনটি দুমড়ে মুচড়ে গেছে। আগুন নেভাতে সিরাগঞ্জ জেলার আশেপাশের সবগুলো ফায়ার সার্ভিস স্টেশন থেকে কর্মীরা এসেছে।
আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬
একজন যাত্রী সুরাইয়া বেগম জানান, যাত্রীরা যখন ট্রেন থেকে নামার প্রস্তুতি নিচ্ছিল সেই সময়ে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তখন যাত্রীরা যে ভাবে পেরেছে সে সেভাবে বের হয়ে এসেছে।
বিআরইবি’র তরুণ ঠিকাদার কেএম সিফাত বলেন, ট্রেনে আগুন লাগার পরই আমি সেখানে যাই এবং ভিডিও করি।এসময় যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যায়। এসময় ১০-১১ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। ট্রেনের চালক বেশি আঘাত পেয়েছে। তবে, তার অবস্থা এখন ভাল। তিনি জানান, এই ঘটনার পরপরই দ্রুত প্রশাসনের লোকজন ঘটনাস্থলে আসে।ফায়ার সার্ভিসসহ প্রশাসনের সবাই খুব দ্রুততার সঙ্গে কাজ করেছে। পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, স্থানীয় জনগণ এবং উপজেলা ছাত্রলীগের কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়েছে।
বর্তমানে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের সবগুলো ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন লাইনচ্যুত ট্রেনটি ট্রেনের উপরে আছে। আগুন নিভলে পরে ট্রেনটি সরানো হবে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ছবি : ‘বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ’ ফেসবুক পেজ থেকে নেয়া।
ফেসবুক :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা