ডেঙ্গুর স্বাভাবিক সময় পার হয়ে গেলেও এখনও প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৬৭ জন।
বুধবার ( ১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ২৫৩ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭ হাজার ৩২২ জন।
তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্নসরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তিরোগী ৬৮০ জন।ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ২৯৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ৩৮৪ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় (১২ নভেম্বর সকাল ৮টা থেকে ১৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তিরোগী ১৬৭ জন।গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তিরোগী ৫৯ জন।গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে নতুন ভর্তিরোগী ১০৮ জন।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৫১ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৭৯ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১১২ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
সাধারণত বর্ষাকালকে ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা