অনলাইন ডেস্ক
৩৮তম বিসিএস থেকে সাত শতাধিক প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (২ জুন) এই প্রার্থীদের বিসিএসের মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির ভিত্তিতে কমিশনের বিশেষ সভায় নিয়োগের সুপারিশ করা হয়।
জানা গেছে, ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় ছয় হাজার ১৭৩ জন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য পাঁচ হাজার ৩২ জন কমিশনে আবেদন করেন। এর আগে ৫৪১ জনকে নিয়োগ দেয়া হয়েছিল। এবার নিয়োগের জন্য সাত শতাধিক সুপারিশপ্রাপ্ত হলেন।
গত বছরের ৩০ জুন ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।
আরোও পড়তে পারেন : জাতীয় দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ