ব্রিজের কাজ করার সময় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই শিলছড়ি জাতীয় উদ্যান এলাকায় গ্যাসের পাইপলাইন ফেঁটে গেছে। এতে বিকট শব্দে গ্যাস বের হচ্ছে। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে দেখা যায়, কাপ্তাই- চট্টগ্রাম সড়কে চলাচলকারী যানবাহনগুলো অত্যন্ত ঝু্ঁকি নিয়ে চলাচল করছে। এদিকে খবর পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রশাসনের পক্ষ হতে সড়কের উভয় পাশে লাল কাপড় বেঁধে দেন, যাতে সড়কে চলাচলকারী যানবাহন সতর্ক অবস্থায় চলাচল করতে পারে।
কাপ্তাই থানা ওসি নাছির উদ্দিন জানান, তিনি এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠান, যাতে বড় ধরনের দুর্ঘটনা হতে জানমাল রক্ষা পেতে পারে।
কর্নফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গ্যাস লাইন লিকেজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিকেল ৪টার দিকে তাদের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা