২ নম্বর থেকে সোজা বাতিলের খাতায়! নির্বাসনের পর আইসিসি ব়্যাঙ্কিংয়ে জায়গা হারালেন সাকিব আল হাসান।
প্রায় ১০ বছর ধরে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষ স্থান বার বার দখল করে রেখেছিলেন সাকিব।
২০১৫ সালে ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেন তিনি।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। নিষেধাজ্ঞা পাওয়ার পর সবশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ের কোথাও কোনও তথ্য নেই সাকিবের।
নির্বাসনের আগে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে দু’নম্বরে ছিলেন। সেখান থেকেই আইসিসির শাস্তির কোপে পড়ার পর ব়্যাঙ্কিংয়ে জায়গা হারালেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক।
সোমবার টি-টোয়েন্টির অলরাউন্ডারদের নতুন ব়্যাঙ্কিং তালিকা প্রকাশ পেয়েছে। সেই ক্রমতালিকায় কোথাও নেই সাকিব। এছাড়া টি-টোয়েন্টি বোলিংয়ে ৯ ও ব্যাটিংয়ে ৩২ নম্বরে ছিলেন তিনি। নতুন ক্রমতালিকায় টি-টোয়েন্টির সব বিভাগ থেকে তার নাম ছেঁটে ফেলা হয়েছে।
নতুন র্যাংকিংয়ে সাকিবের জায়গা দখল করেছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্ল্যান ম্যাক্সওয়েল।
অবশ্য সাকিব দুই নম্বর পজিশনে থাকা অবস্থায় ৩৯০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিলেন ম্যাক্সওয়েল। বর্তমানে ৩৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ম্যাক্সওয়েল।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাংকিংয়ে ৩৩৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করেছেন আফগান তারকা মোহাম্মদ নবী। নবী শীর্ষ স্থান দখল করলেও ১০০ জনের তালিকার কোথাও নেই সাকিবের নাম।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ের এই অদ্ভুত তালিকা দেখে অবাক সাকিবভক্তরা।
তবে টি-টোয়েন্টি তালিকা থেকে সাকিবের নাম মুছে ফেললেও টেস্ট আর ওয়ানডে তালিকায় রয়েছেন সাকিব।
একনজরে আইসিসি’র টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকা: ১) আফগানিস্তানের মহম্মদ নবি ২) অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ৩) স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন ৪) বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ ৫) জিম্বাবোয়ের শিন উইলিয়ামস ৬) ওমানের জিশান মাকসুদ ৭) আয়ারল্যান্ডের কেভিন ওব্রায়েন ৮)কেনিয়ার কলিন্স ওবুয়া ৯)দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি ১০)আয়ারল্যান্ডের পল স্টিরলিং।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা