অনলাইন ডেস্ক
এককভাবে কোপা আমেরিকার এবারের আসর আয়োজন করবে আর্জেন্টিনা। যৌথ আয়োজক হিসেবে থাকা কলম্বিয়ার নাম বাদ দিয়েছে আয়োজক সংস্থা কনমেবল। দেশটিতে চলমান সহিংস আন্দোলনের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে কলম্বিয়ায়। পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতিও খুব একটা নিয়ন্ত্রণে নেই তাদের। তাই সবধরনের নিরাপত্তার কথা ভেবে কলম্বিয়াকে এবারের আয়োজক দেশ থেকে সরিয়ে দেয়া হচ্ছে।
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এই সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে এবং শিগগিরই দেয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি।
গেলো বছর আয়োজনটি মাঠে গড়ানোর কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সরিয়ে এ বছরের জুনে নতুন তারিখ ঘোষণা করা হয়। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কোপা আমেরিকা। কিন্তু কলম্বিয়ার নাম প্রত্যাহার করায় তা আর হচ্ছে না।
তাই শুধু আর্জেন্টিনায় হবে এবারের কোপা আমেরিকা। শিগগিরই টুর্নামেন্টের ভেন্যুসহ অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করে জানিয়ে দেয়া হবে। আগামী ১৪ জুন চিলি ও আর্জেন্টিনার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এবারের কোপা আমেরিকা।২৭ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১০ জুলাই।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা