অনলাইন ডেস্ক
গত সপ্তাহেই লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন কেজরীবাল। গত কয়েক দিনে সংক্রমের হার অনেকটাই নেমেছে। কিন্তু এখনই লকডাউন তুলে নেওয়ার মতো ঝুঁকি নিতে নারাজ কেজরীবাল। তাঁর কথায়, “সংক্রমণের হার কমছে ঠিকই, কিন্তু বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন এই হার যত ক্ষণ না ৫ শতাংশে নেমে আসছে তত ক্ষণ অপেক্ষা করতে হবে।”
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা হয়েছে দিল্লির। অক্সিজেনের অভাব, হাসপাতালে শয্যার অভাব, কোভিড রোগীর মৃত্যু— সব মিলিয়ে একটা হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানীতে। কোভিড সংক্রমণও লাগামহীন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে আপাতত রাশ টেনেছে দিল্লির সরকার। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এখনও বিপদ কাটেনি। ফলে সংক্রমণ রুখতে যে কঠোর লকডাউনের পথে হেঁটেছে কেজরীবাল সরকার, তা এখনই শিথিল করা হচ্ছে না বলে বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা