অনলাইন ডেস্ক
ঢাকা ছেড়ে যাওয়া এবং ফেরত আসা মানুষের মোবাইল ফোন অপারেটরের তথ্যভাণ্ডার ও কল প্রবণতা বিশ্লেষণ করে মঙ্গলবার (১৮ মে) তিনি এ তথ্য জানান।
মোস্তাফা জব্বার বলেছেন, তথ্য বিশ্লেষণ করে জানা গেছে- গত তিনদিনের মধ্যে সোমবার সবচেয়ে বেশি মানুষ ঢাকায় প্রবেশ করেছেন। এ সংখ্যাটি ১২ লাখ ৫ হাজার ৮৭৮ জনের। আর তিনদিনে মোট ২২ লাখ ৮২ হাজার ৯৫৪ জন সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।
এরমধ্যে রয়েছেন গ্রামীণফোনের ১০ লাখ ১ হাজার ৩৬৯, রবির ৪ লাখ ৬৬ হাজার ৫৪১, বাংলালিংকের ৬ লাখ ৭৩ হাজার ৪৬০ ও টেলিটকের ১ লাখ ৪১ হাজার ৫৮৪ জন গ্রাহক।
এদিকে মোবাইল ফোনের সিম ব্যবহারকারীর হিসাব ধরে দেখা যায়, গত ৪ মে থেকে ১৫ মে পর্যন্ত ১২ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। আর শনিবার (১৫ মে) একদিনে ঢাকায় প্রবেশ করেছেন ৪ লাখের বেশি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, কোন এলাকায় কত করোনা আক্রান্ত রোগী রয়েছেন তার হিসাবও আমাদের পক্ষে বের করা সম্ভব। আগেও বলেছিলাম এখনও বলছি, ঈদের নামে কতজন কী নিয়ে বাড়ি গেছেন আর কতজন কী নিয়ে ফেরত আসছেন তা ভবিষ্যতই বলতে পারবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা