অনলাইন ডেস্ক
সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে ট্রাফিক পুলিশ বক্সে বোমা সাদশ্যৃ যে বস্তু উদ্ধার করা হয়েছিল সেটা বোমা ছিল যা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ফাটিয়ে নিস্ক্রিয় করেছে। সোমবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকি জানান, বোমাটি একটি ইম্প্রোভাইস এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বোমা। এটির সফলভাবে নিস্ক্রিয়করণ সম্পন্ন হয়েছে।
এর আগে বিকেলে সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বোমা সদৃশ বস্তু সমেত ব্যাগটি পাওয়া যায়। জায়গাটিকে র্যাব ও পুলিশ সদস্যরা ঘিরে রাখে। সন্ধ্যা পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে বোম্ব ডিসপোজাল ইউনিট।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বোমা সদৃশ ব্যাগ দেখে আমরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘিরে রাখি। ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে এটির বিস্ফোরণ ঘটিয়ে নিস্কিয় করে।
আরোও পড়তে পারেন : সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক