আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। সারাদেশে দিবসটি রবিবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে। এই দিনে ৫৭০ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। এই একই দিনে ৬৩২ খ্রিস্টাব্দে মাত্র ৬৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশে আজ দিবসটি পালন উপলক্ষে সরকারি ছুটির দিন। অশান্ত পৃথিবীতে শান্তির বাণী প্রচার, নারীর অধিকার প্রতিষ্ঠা, এতিমের অধিকার প্রতিষ্ঠাসহ ইসলাম ধর্ম প্রচার করেছেন হযরত মুহাম্মদ (সা.)।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
এসব বাণীতে তারা দেশবাসীসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।
ধর্মীয় নেতা মাওলানা মুহাম্মদ আশেক জুনাঈদ বলেন, ঈদ শব্দের আভিধানিক অর্থ হল খুশী হওয়া, ফিরে আসা, আনন্দ উৎযাপন করা ইত্যাদি। আর মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমরা নবীজীর আগমনকে বুঝাই । ‘ঈদে মিলাদুন্নবী’ বলতে নবীজীর আগমনে খুশী উৎযাপন করাকে বুঝায়। সুতরাং অশান্তি আর বর্বরতায় ভরপুর সংঘাতময় আরবের বুকে আধারের বুক চিড়ে মহান শান্তি নিয়ে এসে মানবজাতিকে সত্যের, সভ্যতা ও ন্যায়ের দিক নির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তুলেন। নবীজীর পবিত্র শুভাগমনে খুশী উৎযাপন করাটাই হচ্ছে ‘ঈদে মিলাদুন্নবী’।
দিবসটি পালন উপলক্ষে একটি র্যালীর আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। সারাদেশে নবী করিম (সা.) এর উম্মতেরা মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠিত হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা