অনলাইন ডেস্ক
এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও হেলপার আহত হয়েছেন। তাদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, রাতে মংলা থেকে যশোরগামী একটি ট্রাক আফিল গেট রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে বিপরীত পাশ দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের চালক মো. ইউনুস আলী ও হেলপার মো. হাসান আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান বলেন, ‘ট্রাকটি রেল ক্রসিংয়ের সিগন্যাল অমান্য করে পাশ কেটে যাওয়ার চেষ্টা করে। একই সময়ে ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে গতিশীল থাকায় তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকটি উল্টে গেটম্যানদের ঘরের উপর গিয়ে পড়ে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা