অনলাইন ডেস্ক
ডাক্তাররা নিজেদের অসহায় বোধ করছেন। প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। কোনও ভাবেই সংক্রমণ আটকানো যাচ্ছে না। সাধারণ মানুষ থেকে একের পর এক নেতা-অভিনেতা-অভিনেত্রীদের আক্রান্ত হওয়ার খবর মিলছে। এর মধ্যে অনেক তারকারাই এগিয়ে এসেছেন মানুষের পাশে, সাহায্য করতে।
এবার কোভিডে আক্রান্তদের সাহায্য করতে এগিয়ে এলেন জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি। জানা গিয়েছে, কেভিএন (KVN) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি অক্সিজেন কনসেনট্রেটরের জোগান দেবেন তিনি। এই ফাউন্ডেশনের নতুন প্রকল্প ‘Feed My City to provide oxygen concentrators’-এই যোগ দিয়েছেন সুনীল। করোনার সেকেন্ড ওয়েভে যেভাবে চারিদিকে অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে তাতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। বহু মানুষ মারা যাচ্ছেন।
এবার সেই কথা মাথায় রেখেই অভিনেতার এই উদ্যোগ। এই প্রসঙ্গে তিনি টুইটারে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ”আমরা একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। শুধু আশার আলো এর মধ্যেই যে মানুষ মানুষের সাহায্যে এগিয়ে আসছে। কেভিএন ফাউন্ডেশনের এই বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ প্রকল্পে সামিল হতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি।” অভিনেতার এই পদক্ষেপে বেজায় খুশি অনুরাগীরা। সুনীল আরও লেখেন, ”আমার সকল অনুরাগী ও বন্ধুদের কাছে অনুরোধ করছি কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে, অথবা অন্য কারও সাহায্যের প্রয়োজন জানা থাকলে আমাকে সরাসরি যোগাযোগ করুন। কেউ সাহায্য করতে চাইলে বা আমাদের প্রকল্পে সামিল হতে চাইলেও আমায় বলতে পারেন।” আপাতত মুম্বই ও বেঙ্গালুরুতেই চালু রয়েছে এই সার্ভিস।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা