অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, করোনা ভাইরাস (কোভিড -১৯) নতুন করে ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন এবং ২ হাজার ১০৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
দেশটিতে মোট সংক্রমণের পরিমাণ ১৫.৯ মিলিয়ন এবং সক্রিয় কোভিড ১৯ কেস ২২ লাখ ৯১ হাজার ৪২৮। উভয় সংখ্যা ভারত আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
উল্লেখ্য, গত কাল বুধবার ( ২১ এপ্রিল) দেশটিতে করোনাভাইরাসে ২ লাখ ৯৫ হাজার ৪১ জন রোগী শনাক্ত হয়েছিলো এবং এ সময় মারা গিয়েছিলো ২ হাজার ২৩ জন। আক্রান্তের সংখ্যা শীর্ষে আছে দেশটির ধনী রাজ্য বলে পরিচিত মহারাষ্ট্র। এরপর কেরালা, কর্নাটক, তামিল নাডু ও অন্ধ্র প্রদেশের অবস্থান।
বুধবার ভারতের হাইকোর্ট দেশে অক্সিজেন সল্পতার ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করে। অক্সিজেনের প্রয়োজনীয়তা মেটাতে আদালত বলেন, “আমরা কোনো কিছু জানতে চাই না… প্রয়োজনে আপনারা ভিক্ষা করুন, ধার করুন, চুরি করুন অথবা চাইলে নতুন অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করুন।”
এর আগে মহারাষ্ট্রের জাকির হুসেন মিউনিসিপাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ২৪ জন রোগী অক্সিজেন সংকটে মারা যান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা