অনলাইন ডেস্ক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার বৃহস্পতিবার জানান, তাদের এয়ারলাইন্স শনিবার সকাল ৬টা থেকে এসব গন্তব্যে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
লকডাউনকালীন বিদেশগামী কর্মীদের বিষয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই পাঁচটি দেশে প্রতি সপ্তাহে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়।
ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মহিদুর রহমান এবং বিমানের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এসব গন্তব্যে শনিবার সকাল ৬টার পরের সিডিউল ফ্লাইটে আসন সংরক্ষিত যাত্রীদের করোনাভাইরাস নেগেটিভ সনদসহ যাত্রার ছয় (ছয়) ঘন্টা আগে বিমান বন্দরে উপস্থিত হওয়ার জন্য বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
রিয়াদগামী ১৭ এপ্রিলের স্পেশাল ফ্লাইট বিজি ৫০৩৯ ভোর ৪টার পরিবর্তে সকাল ৬টা ১৫ মিনিটে ছাড়বে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিস্তারিত তথ্যের জন্য যে কোনো বিমান সেলস অফিস অথবা বিমান কল সেন্টারে (নম্বর: ০১৯৯০ ৯৯৭ ৯৯৭) যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা