জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে শিক্ষার্থীরা হল ত্যাগ করবে।
সম্প্রতি উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে আন্দোলনে নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা৷ দাবি পূরণ না হওয়ায় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা৷ গত সপ্তাহে দেয়া হয় ধর্মঘটের ডাক৷
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে রয়েছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ তিনি বলেন, ‘‘এটা প্রধানমন্ত্রীর নজরে আছে, এর সর্বশেষ খবর প্রধানমন্ত্রী জানেন৷ কোনো ব্যবস্থা নিতে হলে তিনি খোঁজ-খবর নিয়ে নেবেন৷ সরকার প্রধান এ ব্যাপারে খুব সজাগ৷ তিনি বিষয়টা পর্যবেক্ষণ করছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন৷’’
উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৪৪৫ কোটি টাকার কাজে দূর্নীতির অভিযোগ ওঠে৷ তখন থেকেই ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ নামের প্ল্যাটফর্মে সোচ্চার হন শিক্ষক এবং ছাত্ররা৷ গত ২৫ আগস্ট থেকে তারা আন্দোলন শুরু করেন৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফান্ড থেকে চাঁদা দাবিসহ বেশ কিছু অভিযোগে পদ হারান কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতাও৷ ভিসি ফারজানা ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে চাঁদা দেয়ার অভিযোগও রয়েছে৷
নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরজানা ইসলাম ২০১৪ সালের মার্চে প্রথম দফা উপাচার্য হিসেবে নিয়োগ পান৷ গত বছর তাকে দ্বিতীয় দফায় নিয়োগ দেয়া হয়৷ তিনি ভিসি হওয়ার আগ পর্যন্ত তার আগের উপাচার্যকে সরানোর আন্দোলনে যুক্ত ছিলেন৷
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা