শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছেড়ে যাবার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এরআগে উপার্চাযর পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-সাংবাদিকসহ কমপক্ষে ৩৫ জন আহত হন। বেলা সাড়ে ১১টার দিকে জাবি উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীরা তাদের কয়েকজনকে তুলে নিয়ে যাবার অভিযোগ করেছে।
অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক মির্জা তাসলিমা, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক রায়হান রাইন, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদসহ আটজন শিক্ষক আহত হয়েছেন।এসময় আন্দোলনরত শিক্ষার্থী এবং গণমাধ্যমের সংবাদ সংগ্রহে যাওয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা আহত হয়েছে। এদিকে, নিজেদের হামলাকে ঠিক আছে দাবি করে ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করছেন, তারা শিবিরের কর্মী। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের আন্দোলনের উদ্দেশ্য খুঁজে বের করার আহ্বান জানাই।
উপাচার্য ফারজানা ইসলাম জানান, আমার সহকর্মী ও ছাত্রলীগ কর্মীদের এই গণ-অভ্যুত্থানের জন্য ধন্যবাদ। প্রশাসনিক ভবন খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় এখন স্বাভাবিক গতিতে চলবে।
উপাচার্য’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা আন্দোলন করছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা