আর ৮ ঘণ্টা নয়! এবার থেকে ৯ ঘণ্টার সাধারণ কর্মদিবস চালুর পক্ষে ভারতের কেন্দ্রীয় সরকার। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ভারতে এমন আইন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আর্থিক সংস্কার প্রক্রিয়ার অঙ্গ হিসেবে বেতন বিধি সংশোধনের কাজে হাত দিয়ে নরেন্দ্র মোদী সরকার। এর খসড়াও তৈরি হয়ে গিয়েছে। এই খসড়াতেই ৮ ঘণ্টার পরিবর্তে ৯ ঘণ্টার সাধারণ কর্মদিবস চালুর সুপারিশ করা হয়েছে।
এই প্রস্তাব সম্পর্কে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে সরকারের তরফে। যদিও বেতন সংক্রান্ত শ্রম বিধির মতোই এই খসড়া নিয়মে জাতীয় ন্যূনতম বেতন সম্পর্কে কোনও টু শব্দটি করা হয়নি।
বেতন বিধি সংক্রান্ত যে পুরনো বিধিতে যা বলা হয়েছে তার অধিকাংশই স্থান পেয়েছে কেন্দ্রের নতুন খসড়া নিয়মে। কেবলমাত্র ভবিষ্যতে বেতন নির্ধারণের ক্ষেত্রে তিনটি ভৌগলিক বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়ার সুপারিশ করা হয়েছে নয়া খসড়া প্রস্তাবে।
একইসঙ্গে বলা হয়েছে, ৯ ঘণ্টার সাধারণ কর্মদিবস হওয়া উচিত। অথচ এখনকার মতোই দৈনিক ৮ ঘণ্টা করে ২৬ দিনের কাজের ভিত্তিতে মাসিক বেতন নির্ধারণের পক্ষে খসড়ায় সওয়াল করা হয়েছে। যে কারণে এই সুপারিশ ঘিরে বিভিন্ন মহলে দ্বন্দ দেখা দিয়েছে।
কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে ভারতের ট্রেড ইউনিয়নগুলি। বহু সংস্থা ইতোমধ্যেই তাদের কর্মচারীদের দিনে ৯ ঘণ্টা করে কাজ করতে বাধ্য করছে।টাইমস অব ইন্ডিয়া।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা