শ্বাসরুদ্ধকর সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশের সোনার মেয়েরা। তাদের অন্যবদ্য খেলায় দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ-পাকিস্তান।
এবারের পাকিস্তান সফরে এটিই বাংলাদেশের প্রথম ও একমাত্র জয়।এর আগে প্রথম ওয়ানডেতে ২৯ রানে জিতেছিলো পাকিস্তান। এর আগে টি-২০ সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন পাকিস্তানের দুই ওপেনার নাহিদা খান ও জাভেরিয়া খান। ৬৫ বলে ৫৮ রানের সূচনা করেন তারা।এরপর বাংলাদেশের অধিনায়ক ও লেগ স্পিনার রুমানা আহমেদের শিকারে পরিণত হন ২৪ রান করা জাভেরিয়া।রুমানার দ্বিতীয় শিকার হবার আগে ৮টি চারে ৭৯ বলে ৬৩ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে ৪৭ রান যোগ করেন মারুফ-নাহিদা।
নাহিদার বিদায়ে উইকেটে যান চার নম্বরে নামা উমাইমা সোহাইল। তাকে ৪ রানের বেশি করতে দেননি রুমানা। নিজের তৃতীয় শিকার পূর্ণ করেন তিনি।এরপর পরপর দু’ওভারে দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানের রানের লাগাম টেনে ধরেন বাংলাদেশের অফ-স্পিনার সালমা খাতুন। বাংলাদেশী বোলারদের আক্রমণে ১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের রুমানা ৩টি, সালমা ২টি ও পান্না ১টি উইকেট নেন।
পাকিস্তানের বেঁধে দেয়া রানের টার্গেট ছুতে মাঠে নামে বাংলাদেশ। এসময় ২৯ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ২৯ রানের মধ্যে ২৭ই ছিলো ওপেনার শারমিন সুলতানার। তিন নম্বরে নামা উইকেটরক্ষক নিগার সুলতানা রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। ফলে ২৯ রানেই ২ উইকেট হারাতে হয় বাংলাদেশ। এ অবস্থায় দলের হাল ধরেন আরেক ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা হক।দলীয় ১১১ রানে বিচ্ছিন্ন হয়ে যান তারা। ৬টি চারে ৬৭ বলে ৪৪ রান করে থামেন মুরশিদা। এই জুটি দলকে ৮২ রান উপহার দেন।
এরপর রুমানার সাথে আবারো বড় জুটির চেষ্টা করেন ফারজানা। এখানেও সাফল্যের মুখ দেখে বাংলাদেশ। দু’জনের ৫৭ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায় বাংলাদেশের। কারন তখন জয় থেকে ৪৩ রান দূরে বাংলাদেশ। হাতে ছিলো ৭ উইকেট ও ৬৯ বল। কিন্তু দলীয় ১৬৮ রানে আউট হন রুমানা। আর এরপরই যাওয়া আসার মিছিল শুরু করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
১৬৮ থেকে ২০৫ রানে পৌঁছে নবম উইকেট হারায় বাংলাদেশ। ফলে ম্যাচ হারের শংকায় পড়ে বাংলাদেশ। কিন্তু শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৬ রান যোগ করে ১ বল বাকী থাকতে বাংলাদেশকে অসাধারন এক জয় এনে দেন জাহানারা আলম ও নাহিদা আকতার। জাহানারা ৭ ও নাহিদা ৪ রানে অপরাজিত থাকেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা