নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা একটি ভবন ধসে পড়েছে। এতে একজন নিহত এবং সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে, এখনও উদ্ধার কার্যক্রম চলছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, রবিবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভবনটি ধসে পড়ে। বাড়িটি আসরের নামাজের সময় একদিকে ধসে পড়ে। এটি পুকুরের দিকে পড়ায় অন্যান্য বাড়ির কোন ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
এ ঘটনায় শোয়েব নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন, এছাড়া ওয়াজিত নামের এক শিক্ষার্থী এই বাড়িটিতে প্রাইভেট পড়তে এসেছিল কিন্তু তাকে এখনও পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে নাসিকের প্যানেল মেয়র আফসানা আফরোজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, বিকেলে হঠাৎ করে চারতলা একটি ভবন ধসে পড়ে। ভেতরে কেউ আটকা পড়েছেন কি-না সেটি খুঁজে দেখা হচ্ছে।
ধসে পড়া বাড়িটির মালিক চারজন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা