অনলাইন ডেস্ক
নিহতরা হলেন, মিনহাজ, ফারুক, মামুন, রুবেল এবং মিলাদ। বিষয়টি নিশ্চিত করেছে মাস্কটে বাংলাদেশ দূতাবাস।
রোববার বিকালে নিহত মিনহাজের (২২) বাড়িতে গিয়ে দেখা গেছে, আত্মীয় স্বজনদের কান্নার রোল। বড় ছেলেকে হারিয়ে মিনহাজের মা মূর্চ্ছা যাচ্ছেন বার বার, তাকে অন্যরা শান্তনা দিয়েও কান্না থামাতে পারছেন না।
মিনহাজের চাচা মো. মনির এ প্রতিবেদককে জানান, গত দেড় বছর আগে মিনহাজের বাবা আবুধাবি প্রবাসী মো. বেলাল তার ছেলেকে ফিশিং-এর কাজ নিয়ে ওমানে পাঠান। আশা ছিল ছেলে বাড়িতে ছুটিতে আসলে বিয়ে করিয়ে ঘরে বউ তুলবেন। তাদের সে আশার পূরণ হলো না-একথা বলেই মিনহাজের জেঠা কান্নায় ভেঙ্গে পড়েন। মিনহাজের মা ছাড়াও তার দুটি ছোট ভাই ও একটি বোন আছে।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ওমানের সড়ক দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে থাকা ১০ বাংলাদেশির ৯ জনই সন্দ্বীপের। অপরজন ফেনীর। fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা