অনলাইন ডেস্ক
স্থানীয়রা জানান, এই শীতের তাপমাত্রা উঠানামা করায় বেশ সমস্যায় পড়েছি। ভোগান্তি বেড়েছে খুব। ভোরে কোন দিন প্রচন্ড কুয়াশা, ঠান্ডা বাতাস আবার কোন দিন ভোরে সূর্য উঠলেও কনকনে শীত। মনে হয় বরফের মতো ঠান্ডা। ঠান্ডায় হাত, পা, শরীর অবশ হয়ে আসে। এমনকি ঘরের মেঝে, ফ্লোর, বিছানা, দরজা, জানালা স্পর্শ করলে যেন হাত, পা অবশ হওয়ার অবস্থা তৈরি হয়।
শীতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন নিম্নবিত্ত, অসহায়, ছিন্নমুল মানুষ। অনেককে বাড়ির উঠানে, রাস্তার ধারে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার সকাল ৯টায় রেকর্ড হয় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েকদিন ধরে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। আর তাপমাত্রাও উঠানামা করছে।
এদিকে, হাসপাতাল, ক্লিনিক ও সেবাকেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, সর্দি, জ্বর, কাঁশিসহ শীতজনিত রোগীর ভীড়। এসব রোগীর মধ্যে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যা বেশি। লাগামহীন শীতে তাপমাত্রা উঠানামা করায় শীতজনিত রোগব্যাধি বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকায় স্বাস্থ্যবিধি মেনেই রোগী দেখতে দেখা যায় চিকিৎসকদের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা