পেঁয়াজের সংকটকে অস্থায়ী অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। খবর : বাসস’র।
তিনি বলেন, “এই সংকট অস্থায়ী… উদ্বিগ্ন হওয়ার মত কিছু নয়।” আজারবাইজানে ১৮তম ন্যাম সম্মেলনে যোগদান নিয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের সময় পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, ৫৫ হাজার টন পেঁয়াজ দেশে আসছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, কিছু খাবার পেঁয়াজ ছাড়া রান্না করা যায়। তিনি আরো বলেন, তাঁর বাসাতেও অনেক আইটেম পেঁয়াজ ছাড়া রান্না হয়।
এসময় সামগ্রিক উন্নয়ন ও এসডিজি বাস্তবায়নে বিশ্বের এক তৃতীয়াংশ জনগণের বহুপাক্ষিক ফোরাম ন্যামে’র ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে অংশগ্রহণ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থানকে জোরদার করেছে। তিনি বলেন, ‘জাতিসংঘ সাধারণ অধিবেশনের অব্যবহিত পরেই দ্বিতীয় বৃহত্তম এই বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থানকে জোরদার করেছে বলে আমি মনে করি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘ন্যাম-এর ১৮তম শীর্ষ সম্মেলনে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে আমাদের অঙ্গীকার, ফিলিস্তিনি জনগণসহ বিশ্বব্যাপী শোষিত মানুষের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরা সম্ভব হয়েছে।’ ‘এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ন্যামের সদস্য রাষ্ট্রসমূহের একযোগে কাজ করার বিষয়গুলো বিশ্ববাসীকে অবহিত করা সম্ভব হয়েছে। বিশেষ করে, রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের পাশাপাশি ন্যাম-এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ’যোগ করেন তিনি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা