অনলাইন ডেস্ক
একপর্যায়ে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুলিশের ওপর হামলা চালায় ব্যবসায়ীরা। তারা পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে। এ সময় পুলিশ-সাংবাদিকসহ তিনজন আহত হয়।
পরে ব্যবসায়ীদের সড়িয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এরপর উচ্ছেদ অভিযান শুরু হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপার নেতৃত্বে মার্কেটটির ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে অভিযান পরিচালনা করতে যান। কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে সে সময় অভিযান শুরু করতে পারেননি।
সরেজমিন গিয়ে দেখা গেছে, অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় ব্যবসায়ীরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। একইসঙ্গে তারা ‘অভিযান বন্ধ কর’ স্লোগান দেন।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, অভিযানের বিষয়টি আগেই ব্যবসায়ীদের জানানো হয়েছিল। ইতোমধ্যে বিষয়টি নোটিশ এবং মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের জানানো হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা