অনলাইন ডেস্ক
রবিবার (২৯ নভেম্বর) মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেছেন, ‘সকল স্তরে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার। এটি প্রাক-প্রাথমিক হোক আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে হোক। সেজন্য সরকার সবকিছুর পরিবর্তন আনছে।’
তিনি বলেন, ‘পুরো পাঠ্যক্রম নতুন করে সাজানো হয়েছে। স্কুলের অবকাঠামো নতুন করে তৈরি করার পাশাপাশি প্রত্যেক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি প্রতিটি ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার মানকে বিশ্বমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’
ডা. দীপু মনি বলেন, ‘গত ১০ বছরের (২০০৯-২০১৮) পরিসংখ্যানে সরকার নিশ্চিত হয়েছে প্রতিটি শিশু বিদ্যালয়ে যায়। পরে ২০১৯ সাল থেকে বাংলাদেশে সকল শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষার মাধ্যমে বিশ্ব নাগরিক হিসেবে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার।’
মন্ত্রী বলেন, ‘একটি চক্র ইসলামের অপব্যবহার করে উন্নয়ন কাজে বাধা দিচ্ছে। বারবার ইসলামের অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে। এগিয়ে যাবার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। তাদের উদ্দেশ্য ভিন্ন। এদের হতে সবাইকে সতর্ক থাকতে হবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা