অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য পানি নিয়ে এলেন খোদ দেশটির প্রধানমন্ত্রী।
পানি পানের বিরতিতে ডাগ আউট থেকে পানির বোতল নিয়ে দৌড়ে মাঠে যান স্বয়ং অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন।
সতীর্থ খেলোয়াড়দের জন্য পানি টানার কাজটা সচরাচর করে থাকেন দ্বাদশ খেলোয়াড়। এক্ষেত্রে এবার ভিন্ন দৃশ্য দেখল অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তাদের জন্য পানি নিয়ে এলেন প্রধানমন্ত্রী নিজেই।
আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল মিশনে নামার আগে নিজেদের প্রস্তুত করতে বৃহস্পতিবার একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল লঙ্কানরা। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসাবে ছিল অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ।
ম্যাচটিতে মাঠে উপস্থিত ছিলেন স্বয়ং অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি শুধু ক্রিকেটারদের সারাক্ষণ উৎসাহিতই করেননি, জলপানের বিরতিতে নিজে ক্রিকেটারদের জন্য জল বয়ে নিয়ে যান মাঠে!
প্রধানমন্ত্রীকে জলের বোতল হাতে মাঠে নামতে দেখে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের শরীরী ভাষাতেও বিস্ময় প্রকাশ পাচ্ছিল।
ম্যাচটিতে ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় প্রধানমন্ত্রী একাদশ।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রান তোলে। জবাবে এক বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা