চুনা নদীর তীরের গ্রাম বুড়িগোয়ালিনী। ক’দিন বাদেই বনে যাবেন। কাঁকড়া, মাছ ধরবেন। তাই ব্যস্ততা সবার। জীবিকার একমাত্র সম্বল নৌকাখানি। নদীতে নৌকা ভাসাতে লাগে প্রস্তুতি। বেলা গড়ালেও সূর্যখানা মেঘেই ঢাকা সকাল থেকে। কিন্তু কাজে বিরাম নেই কারো। নীলডুমুর ঘাট থেকে চুনা নদীর পাড় ধরে বুড়িগোয়ালিনী গ্রামে হাঁটছি। দেখা আবদুর রহিমের সঙ্গে, নৌকা সারাইয়ে ব্যস্ত। সঙ্গে কাজে সাহায্য করছেন তার স্ত্রী বাচাখুকী। এভাবেই সুন্দরবন এলাকায় নারীরা কাজে নামেন পুরুষের সঙ্গে। কঠোর পরিশ্রম করেন। শহরে বসে আমরা সে খবর ক’জন রাখি!!
রফিকুল মন্টু, বুড়িগোয়ালিনী, শ্যামনগর, সাতক্ষীরা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা