চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯ এর বাছাই পর্ব শেষ
শীঘ্রই আয়োজন করা হবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯। এ লক্ষ্যে ইতিমধ্যে ১৪টি ক্যাটাগরিতে গানের বাছাই পর্ব শেষ করেছেন বিশেষজ্ঞরা।
সঙ্গীতের সকল শাখার সকল শিল্পী আবারও একই মঞ্চে এক হতে যাচ্ছে সঙ্গীত নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯’এর মধ্য দিয়ে। সুস্থ সঙ্গীতের বিকাশ এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের সিডি, ডিভিডি ও অনলাইনে রিলিজকৃত প্রায় সকল গান জমা পড়ে ১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এর এই আয়োজনে।
জমা হওয়া গানগুলো থেকে শ্রেষ্ঠ গান বাছাইয়ের জন্য বিচারকার্য পরিচালনা করছেন দেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞরা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এ, ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করার লক্ষে এর বিচারকার্য এখন প্রায় শেষের দিকে।
এবারে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এ বিচারকরা হলেন, আজাদ রহমান, ফেরদৌসী রহমান, গাজী মাজহারুল আনোয়ার, শেখ সাদী খান, সৈয়দ আবদুল হাদী, খুরশীদ আলম, ফরিদা পারভীন, তপন মাহমুদ, সমরজিৎ রায় চৌধুরী, আবিদা সুলতানা, ফুয়াদ নাসের বাবু, মকসুদ জামিল মিন্টু, গিয়াসউদ্দিন সেলিম, মনিরুজ্জামান, বীরেন সোম, আনিস ইসলাম, আজম বাবু, আব্দুর রহমান, মুশফিকুর রহমান গুলজার এবং রেজানুর রহমান।
এবার যে সকল ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে তা হলো- শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসঙ্গীত (কন্ঠ), শ্রেষ্ঠ উ”চাঙ্গসঙ্গীত (যন্ত্র)।
এই আয়োজনে দেশের একজন বরেণ্য সঙ্গীতশিল্পীকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা