অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সৈয়দাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। এতে চারজন আহত হয়েছেন। হতাহত কারো পরিচয় জানতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্রাক সৈয়দাবাদ এলাকায় বিপরীতদিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক ও অটোরিকশাকে আরেকটি মাইক্রোবাস এসে আঘাত করে। এই দুর্ঘটনায় অটোরিকশা ও মাইক্রোবাসের আরোহীরা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
আরোও পড়তে পারেন : খুলনার সাবেক মেয়র খালেকের লাগামহীন দুর্নীতি