নারী ও শিশু ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজ কার্যালয়ের সামনে মশাল হাতে প্রতিবাদ করবে নারীপক্ষ। সংগঠনটির সভানেত্রী অর্চনা বিশ্বাস এতথ্য জানান।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর “যৌন আক্রমণ আর না!!! ধর্ষণ ও যৌন নির্যাতনসহ সকল সহিংসতার বিরুদ্ধে আমরা” প্রতিপাদ্য নিয়ে কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী নারীর সুরক্ষা অভিযানের সূচনা করা হয়।
নারীপক্ষ’র আহবানে ঐদিন ঢাকা এবং ঢাকার বাইরে দুর্বার নেটওয়ার্ক, স্থানীয় সহযোগী সংগঠন এবং সমমনা ১৭৩টি সংগঠনের মাধ্যমে ৬৪টি জেলা সদর, ১৬টি উপজেলা, ২৩টি ইউনিয়নের মোট ২০০টি স্থানে এই কর্মসূচি সংগঠিত হয়।
এভাবে লাগাতার কর্মসূচির মাধ্যমে আগামী ২৫ নভেম্বর ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস’ এ দেশব্যাপী ঝড় তোলার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে নারীপক্ষ আগামী তিনমাস প্রতি ১৫দিন পর পর ঢাকা শহরের বিভিন্ন স্থানে এই ধরনের প্রতিবাদ অবস্থান কর্মসূচি করবে।
এরই ধারাবাহিকতায় নারীপক্ষ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নারীপক্ষ কার্যালয়ের সামনে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত মশাল হাতে প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য যে, লাগাতার কমসূর্চীর অংশ হিসেবে গত ৩ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর ও ১৩ অক্টোবর ২০১৯ যথাক্রমে ধানমন্ডি ৫/এ, পুরান ঢাকার বাহাদুর শাহ পাক, মিরপুর সড়ক এর ডেফোডিল বিম্ববিদ্যালয় ও মিরপুর সরকারী বাঙলা কলেজের সামনে প্রতিবাদ কমসূচী পালন করা হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা