ঢাকা: চলতি মাসেই রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে টিকিট সিস্টেম বাস। এর আওতায় সব বাস টিকিট সিস্টেমে চলবে। প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে মতিঝিল রুটে চালু হবে এ সিস্টেম।
রোববার (৭ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বাস রুট রেশনালিজেশন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মেয়র সাঈদ খোকন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, মোহাম্মদপুর ঘাটারচর থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত রুটের সব বাস এক কোম্পানি ও এক রুটের আওতায় এনে বাস পরিচালনার কার্যক্রম শুরু করা হবে। এরপর অন্য রুটে আরো ৫টি কোম্পানিসহ মোট ৬টি কোম্পানির আওতায় বাস পরিচালনা করা হবে।
‘প্রাথমিকভাবে আগামী এক সপ্তাহের মধ্যে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত মতিঝিল হয়ে যেসব বাস চলাচল করে সেগুলোর মালিকদের সঙ্গে সমন্বয় করে সব বাসকে এক রঙে আনার সিদ্ধান্ত নেওয়া হবে। এসব বাস টিকিটিংসিস্টেমে চলবে।’
সাঈদ খোকন আরো বলেন, আমরা ইতোমধ্যে আজিমপুর, মতিঝিল ও উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করেছি। এতে আমরা দারুণ সাড়া পেয়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি চলতি মাসের মধ্যেই পুরান ঢাকার বাবুবাজার থেকে আমুলিয়া মডেল টাউন, স্টাফ কোয়ার্টার ও রামপুরা ব্রিজ হয়ে মগবাজার পর্যন্ত চক্রাকার বাস চালু করা হবে।
বৈঠক শেষে আজ থেকে রাজধানীর দু’টি সড়কে রিকশা নিষিদ্ধ হওয়া নিয়েও কথা বলেন সাঈদ খোকন। রিকশা না থাকায় রাজধানীবাসীর দুর্ভোগ হচ্ছে না দাবি করে তিনি বলেন, আমি নিজে ব্যক্তিগতভাবে কুড়িল, রামপুরা, মালিবাগ, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় সরাসরি গিয়ে দেখেছি রিকশা না থাকলেও তেমন দুর্ভোগ হচ্ছে না। কারণ আমাদের যে ফুটপাত সেটি ব্যবহার উপযোগী।
‘আবার এ রুটগুলোতেও রয়েছে পর্যাপ্ত বাস। আজিমপুর থেকে নিউমার্কেটের মতো স্বল্প দূরত্বে মাত্র ১০ টাকা ভাড়ায় বিআরটিসির চক্রাকার বাস পাওয়া যাচ্ছে। আবার নিউ মার্কেট থেকে সায়েন্সল্যাব পর্যন্ত আরেকটা স্টপেজ রয়েছে। এভাবেই স্বল্প দূরত্বে চক্রাকার বাস রয়েছে। তবে কোথাও কোথাও ফুটপাত বেদখল রয়েছে, যেগুলো মুক্ত করতে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান শুরু করেছেন। আমাদের স্বল্প দূরত্বে হাঁটার অভ্যাস নেই। এটা অত্যন্ত জরুরি। হাঁটার অভ্যাস করতে হবে আমাদের। এতে শরীর ভালো থাকবে।
NB:This news is copied from:banglanews24.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা