অনলাইন ডেস্ক
অতীতেও নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার বিচার করেছে শেখ হাসিনার সরকার। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। এখনও যে ঘটনা ঘটছে সেগুলোর অপরাধীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশ বেতারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতারা যখন কথা বলেন, তখন তারা ভুলে যান যখন ক্ষমতায় ছিলেন তখন কী করেছেন? এজন্য লাগামহীন কথা বলতে পারেন। মির্জা ফখরুলরা যখন ক্ষমতায় ছিলেন তখন দলগতভাবে এসব অপকর্ম করেছে।’
তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার আইন যখন আইনে পরিণত হবে, তখন টেলিভিশনসহ সব মাধ্যমের সাংবাদিকদের চাকরির আইনি সুরক্ষা হবে। আইনি সুরক্ষা হলে বেতন কাঠামো থেকে শুরু করে সব কিছু সুরক্ষা হবে।’
আরোও পড়তে পারেন : দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা